রাজধানীর মহাখালী উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে এক শিশু মারা গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।
আবদুল কাদের ইমন নামের এক পথচারী ওই শিশুকে উদ্ধার করেন। তিনি ও পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ও পথচারীরা বলছেন, সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়।
আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সোয়া একটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।
হাসপাতালে নিয়ে আসা আরেক পথচারী মুরাদ হোসেন বলেন, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁটাহাঁটি করতে দেখি। তাঁর বাড়ি কোথায়, কোথায় থাকে এসব জানা যায়নি।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুর মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।