মহাকাশে আটকে পড়া সুনিতাকে উদ্ধারের সামর্থ্য নেই ভারতের: ইসরো

0
55
ভারতীয়-মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়েছেন ভারতীয়-মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইতোমধ্যে, নাসা ইলন মাস্কের স্পেসএক্স বেছে নিয়েছে মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। এক প্রতিবেদনে ভারতীয় ম্যাগাজিন বিজনেস টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নভোচারীরা প্রাথমিকভাবে বোয়িং এর স্টারলাইনারে পৌঁছেছিলেন, যা আট দিনের মিশন হওয়ার কথা ছিল। তবে, বোয়িং ক্যাপসুলের প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের অবস্থান ৭৮ দিন বেড়ে যায়। তবে প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে ভারতীয় মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) কি তাদের ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে পারেবে?

জবাবে ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে ভারত সরাসরি কোনোভাবেই সাহায্য করতে পারে না। একমাত্র যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া-ই দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনতে পারে।

ইসরো প্রধান এস সোমনাথ আরও বলেন, আমাদের কাছে এমন কোনও মহাকাশযান নেই যা সেখানে গিয়ে তাদের বাঁচাতে পারে। এটা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান রয়েছে এবং রাশিয়ার কাছে সয়ুজ নভোযান রয়েছে যা উইলিয়ামস এবং উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ফ্লোরিডার ‘কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন’ থেকে বোয়িং-এর স্টারলাইনারে চড়ে মহাকাশের উদ্দেশে যাত্রা করেছিলেন। তারা দুই মাসের-ও বেশি সময় ধরে মহাকাশে আটকে আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.