আদাহ বলেছেন, ‘আমি যখন এ ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, কাউকে চিনতাম না। তবে জানতাম, অভিনয় ও নাচটা আমি ভালোই পারি। তাই নিশ্চিত ছিলাম, আমি সিনেমায় সুযোগ পাব। পরে বুঝতে পারি যে এখানে কোনো নিয়ম খাটে না। আপনি যদি এই ইন্ডাস্ট্রির কেউ না হন, তাহলে এখানে কাজ পাওয়া কঠিন।’
একাধিকবার প্রত্যাখ্যানের শিকার হয়েছেন আদাহ। একটা ঘটনা আজও ভুলতে পারেননি এই অভিনেত্রী, ‘আমি একবার এক ছবির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলাম। পরে একটা পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি যে সেই ছবিটিতে আমি নেই। পরিবর্তে অন্য এক নায়িকাকে নেওয়া হয়েছে। তখন রীতিমতো ভেঙে পড়েছিলাম। খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে প্রত্যাখ্যানকে মেনে নিয়েছি।’
২০০৮ সালে হিন্দি সিনেমা দিয়ে যাত্রা শুরু করা আদাহকে এখন দক্ষিণ ভারতের সিনেমাতেও দেখা যাচ্ছে। অভিনেত্রী মনে করেন, ভারতে ‘প্যান ইন্ডিয়া’ ধারার সিনেমা তৈরি শুরু হওয়ার পর তাঁর মতো অভিনেত্রীর সুযোগ বেড়েছে। পরিচালক, প্রযোজকেরা বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করতে চাইছেন।