মধ্যপ্রাচ্যজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েছে

0
142

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি করে। আমিরাতের কর্মকর্তারা তখন বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে চুক্তি শান্তি ও সহনশীলতার প্রতীক। হোয়াইট হাউসে চুক্তি স্বাক্ষরের পর নতুন মধ্যপ্রাচ্য গড়ার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার হামাসের ভয়াবহ রকেট হামলায় মধ্যপ্রাচ্যের কূটনীতির চিত্রই বদলে গেছে।

ইসরায়েলে হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনের ঢেউ উঠেছে। শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি নিহত হওয়ার পরেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আনন্দ উদযাপন করতে দেখা গেছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘দীর্ঘ এবং কঠিন যুদ্ধের’ হুমকি দিয়েছেন।

আব্দুল মাজিদ আবদুল্লাহ হাসান (৭০) বলেন, এই প্রথম আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য এভাবে আনন্দ করছি। তিনি বাহরাইনে শত শত মানুষের সঙ্গে একটি সমাবেশে যোগ দেন। ইসরায়েলের দখলদারিত্ব এবং অবরোধের প্রেক্ষাপটে হামাসের অভিযান আমাদের হৃদয়কে উষ্ণ করেছে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য তার সরকারের চুক্তিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন তিনি।

বাহরাইন, মরক্কো, তুরস্ক, ইয়েমেন, তিউনিসিয়া, কুয়েতসহ মধ্যপ্রাচ্যজুড়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে বিক্ষোভ হয়েছে। লেবাননে ইরান সমর্থিত মিলিশিয়া হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দীন সশস্ত্র প্রতিরোধের প্রশংসা করে একটি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। মিসরের উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়াতে এক পুলিশ ইসরায়েলি পর্যটকদের ওপর গুলি চালিয়ে দুই ইসরায়েলি ও একজন মিসরীয়কে হত্যা করেছে। হামাসের আক্রমণের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় রিয়াদ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। সৌদি আরব যেভাবে হামাসের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে, তা ইসরায়েলের জন্য সুখের ছিল না।

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে শত শত মানুষ হামাসের অপারেশনকে সমর্থন করে রাস্তায় মিছিল করেছে। এ ছাড়া বৈরুতের দাহিয়াতে হিজবুল্লাহ সমর্থকরা হামাসের এই হামলার পক্ষে মিছিল বের করে এবং স্লোগান দিয়ে বলে, ‘আমরাও আসছি।’ একই ধরনের উদযাপন দেখা গেছে বাগদাদ এবং ইরাকেও। খবর নিউইয়র্ক টাইমসের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.