মক্কার কাছে বন্যার পানিতে গাড়ি আটকা পড়ে ৪ জনের মৃত্যু

0
9
মক্কার কাছে বন্যা
সম্প্রতি সৌদি আরবে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে পবিত্র নগরী মক্কায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর চার বন্ধু ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।
 
প্রতিবেদনে বলা হয়, মাগরেবের নামাজ আদায় করে গাড়িতে করে একটি বিশ্রামাগারে যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের একজন আত্মীয় আবদুল্লাহ আল জাহরানি।
 
রাস্তায় চলার সময়, মক্কার দক্ষিণে ওয়াদি আরনাতে বন্যা দেখে তারা অবাক হয়েছিলেন। তবে তারা ভেবেছিলেন যে গাড়িটি পানির মধ্য দিয়ে যেতে পারবে। তবে, ঢেউ এত বেশি ছিল যে গাড়িটি ডুবে যায়।
 
আবদুল্লাহ আল জাহরানি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা বিবেচনায় নেয়া উচিত ছিলো। বৃষ্টিপাতের সময় সতর্কতা অবলম্বন করলে এই দুর্ঘটনা ঘটতো না।”
 
এই সপ্তাহের শুরুতে সৌদির মক্কা, জেদ্দা এবং মদিনাসহ বেশ কয়েকটি এলাকা মুষলধারে বৃষ্টিপাতের কবলে পড়েছিলো। যার ফলে স্থানীয় কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতা জারি করতে হয়েছিলো। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, কিছু রাস্তা ডুবে গিয়েছে এবং এর ফলে যানবাহন আটকা পড়েছে।
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.