‘উরু আডার লাভ’ সিনেমার গানে প্রিয়ার ভ্রু নাচানো

‘উরু আডার লাভ’ সিনেমার গানে প্রিয়ার ভ্রু নাচানোর দৃশ্যে বুঁদ হয়ে ছিল নয় থেকে নব্বই; ২০১৮ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজার তালিকায় উঠে এসেছিলেন প্রিয়া

র দৃশ্যে বুঁদ হয়ে ছিল নয় থেকে নব্বই; ২০১৮ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজার তালিকায় উঠে এসেছিলেন প্রিয়া

এরপর একের পর এক সিনেমায় নাম লিখিয়েছেন প্রিয়া; মাঝে ‘চেক’, ‘নট আ লাভ স্টোরি’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে

১২ মে মুক্তি পাচ্ছে প্রিয়ার মালয়ালম সিনেমা ‘লাইভ’, ভি কে প্রকাশ পরিচালিত সিনেমায় সৌবিন শাহিরসহ আরও অনেকেই অভিনয় করেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় প্রিয়া। ফেসবুকে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৩০ লাখের মতো; ইনস্টাগ্রামে ৭৫ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর