এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিকেল চারটা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়। কোনোভাবেই যেন সিসিটিভি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়।
আজ সকাল ১০টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তাঁর সঙ্গে একই কেন্দ্রে জাহাঙ্গীর আলমও ভোট দেন।
ভোট দেওয়া শেষে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘৪৮০ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায় আসে না। মা, ছেলে ও গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা শেষ পর্যন্ত দেখব, আমরা ভোটের মাঠে আছি। শেষ পর্যন্ত দেখব, কোথাও কোনো কারচুপি হয়েছে কি না। যদি সুষ্ঠু হয়, তবে আমরা ভোটের ফলকে স্বাগত জানাব এবং ভালো ভোটের জন্যে সবাইকে ধন্যবাদ দেব। আর কোনো অনিয়ম হলে গাজীপুরবাসী তা মেনে নেবে না।’
এখন পর্যন্ত যে ভোট হয়েছে, তাতে সন্তুষ্ট জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘ভোটারদের বলছি, আপনারা কেন্দ্রে আসেন, ভোট দিন। এই শহর আপনাদের, ভোটের মালিক আপনারা। কোনো পেশিশক্তি যেন ভোট নষ্ট না করতে পারে। জনগণ ঐক্যবদ্ধ হলে কেউ বাধা দিয়ে ভোট নষ্ট করতে পারবে না।’
ভোটকেন্দ্রে নিজেদের এজেন্ট থাকা প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘রাতে তাঁরা এজেন্টদের ভয়ভীতি দেখিয়েছে। তাতে কিছু যায় আসে না। আমাদের সব এজেন্ট কেন্দ্রে গেছেন, কিছু এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের এজেন্ট তারপরও কেন্দ্রে ঢুকেছেন। টঙ্গীতে কিছু জায়গায় এটা করেছে। আমরা আরও তথ্য নিচ্ছি।’
টেবিলঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী ও জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বলেন, ‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আপনারা সবাই ভোটকেন্দ্রে এসে ভোট দিন। ইভিএম নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ভোটকেন্দ্রগুলোর পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’