যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছেন, আলাবামা অঙ্গরাজ্যের একটি নির্বাচনী ম্যাপে কেন্দ্রীয় সরকারের আইন লঙ্ঘন করেছে। খবর: বিবিসি’র।
ভোটে বর্ণবাদমূলক বৈষম্য নিরসন আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগের ভিত্তিতে এমনটি বলেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। ২০২১ সালে রিপাবলিকান গভর্নর পরিচালিত অঙ্গরাজ্যটিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাত আসনের যে বিন্যাস করা হয়, তাতে কৃষ্ণাঙ্গদের ভোটের অধিকার বিঘ্নিত হয়।
এ মামলায় নিম্ন আদালতও ভোটাধিকার আইন লঙ্ঘনের কথা বলেছিল। সুপ্রিম কোর্টের বিচারকদের পাঁচ সদস্যের বেঞ্চে চারজনের রায়ে একে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার ব্যাহতের কথা বলা হয়েছে। বলা হচ্ছে, ১৯৬৫ সালের ভোটাধিকার আইনের লঙ্ঘন হয়েছে।
এ আদেশের ফলে আলাবামাকে সাতটি কংগ্রেস নির্বাচনী আসনের এলাকা পুন:নির্ধারণ করে ম্যাপ তৈরি করতে হবে এবং এতে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ ডিস্ট্রিক্ট যুক্ত করতে হবে।
বর্তমানে অঙ্গরাজ্যটিতে কৃষ্ণাঙ্গ ভোটার ২৭ শতাংশ। গোটা অঙ্গরাজ্যের সাতটির মধ্যে একটি ডিস্ট্রিক্ট শুধু কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ। সেটি ডেমোক্র্যাটদের দখলে। অন্য ছয়টি রিপাবলিকানদের দখলে।