
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় রোববার রাতে তিনি দায়িত্ব নেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করা হয়েছে। ওই ছবিতে দেলসিকে প্রথম মন্ত্রিসভার বৈঠক করতে দেখা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেলসি জানান, সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান দেলসি।
ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে দেলসি ওই বিবৃতিতে আরও জানান, ‘আমাদের জনগণ ও আমাদের অঞ্চল শান্তি ও সংলাপ চায়। যুদ্ধ নয়। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বরাবর এই বার্তা দিয়েছেন। আর এই বার্তা এখন পুরো ভেনেজুয়েলার।’
দেলসি আরও বলেন, ভেনেজুয়েলায় শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্বের অধিকার রয়েছে।
এর আগে দেওয়া এক বিবৃতিতে দেলসি বলেন, বাহিনীকে নিষ্ঠুরভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র মাদুরোকে তুলে নিয়েছে। এই বিবৃতির তুলনায় পরবর্তী বিবৃতিতে দেলসিকে অনেকটাই সুর নরম করতে দেখা গেছে। খবর সিএনএনের
















