ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০

0
10
ভূমিকম্পে ক্ষতির চিত্র

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এই প্রাকৃতিক দুর্যোগে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। নিহতদের মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে তিনজন, নারায়ণগঞ্জে দুইজন ও নরসিংদীতে পাঁচজন রয়েছেন। সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।

ঢাকা

পুরান ঢাকার বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে বাবা–ছেলে হলেন হাজি আব্দুল রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১৩)। একই ঘটনায় মায়ের সঙ্গে বাজার করতে গিয়ে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। তার মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে এবং তার মেয়ে আহত হয়েছেন। এছাড়া একই উপজেলার গোলাকান্দাইল ইসলামবাগ এলাকায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।
বিজ্ঞাপন

নরসিংদী

নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল এবং তার ছেলে ওমর (১০) নিহত হয়েছেন। ভূমিকম্প শুরু হলে দেলোয়ার তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করার সময় সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। এছাড়া জেলার পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া (৭৫), কাজীরচর নয়াপাড়া গ্রামের নাসির উদ্দিন (৫০) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের আজকীতলা গ্রামের ফোরকান মিয়া (৪৫) প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে ২৮ মে দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাছাকাছি আঘাত হানা ভূমিকম্পেও দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানীতে কম্পন অনুভূত হয়েছিল।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.