ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ৬

0
147
গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিসিফ সংস্থার ব্যবস্থাপক মো. ইব্রাহিম (৩৭), শাখা ব্যবস্থাপক রায়হান উদ্দিন (৩০), হিসাবরক্ষক আতিকুর রহমান (২৫), মাঠকর্মী ফরহাদ হোসেন (৩১), শাহ আলম (২৪) ও রেজাউল করিম (২৪)। এ ঘটনায় আজ সকালে নাচোল থানায় র‍্যাব বাদী হয়ে মামলা করেছে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি র‍্যাবের কাছে অভিযোগ আসে, অধিক মুনাফার লোভ দেখিয়ে নিম্ন আয়ের লোকজনকে টাকা বিনিয়োগ ও টাকা ঋণ নেওয়ার জন্য তাগিদ দিয়ে যাচ্ছে বিসিফ সংস্থা। অধিক মুনাফার লোভে অনেকেই ওই এনজিওতে টাকা বিনিয়োগ করেন। পরে ওই এনজিওর কর্মীরা কৌশলে গ্রাহকদের এক কোটি টাকার বেশি আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

অভিযোগটি পেয়ে গতকাল রাত নয়টার দিকে বিসিফ সংস্থার কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। এ সময় ওই প্রতিষ্ঠানের ছয় কর্মকর্তাকে আটক করা হয়। এ ছাড়া ওই কার্যালয় থেকে ৫০০টি ভুয়া পাস বই, ১০টি ভুয়া সিল, ১৪টি চেক ও লোন রেজিস্ট্রার, ২০০টি ব্যাংক চেক ও ৪টি পরিচয়পত্র জব্দ করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে করা মামলায় আটক ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.