অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, একুশের চেতনার মূল সুর, পৃথিবীর প্রতিটি ভাষার প্রতি শ্রদ্ধাবোধ। তাই বাংলা ভাষার পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সব ভাষা জীবিত রাখতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি জানান, বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১০ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, উপসচিব মো. আবদুল হাই, সাংবাদিক জাহানারা পারভীন ও পার্থ সঞ্জয়।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও সনদ বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকেরা হলেন জিনিয়া চিসিম, নিমা রানী ত্রিপুরা ও টিটিকা ত্রিপুরা।