স্ত্রী আনুশকা শর্মাকে কতটা ভালোবাসেন, তা এর আগেও বহুবার বলেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এবার আনুশকার সঙ্গে ছবি দিয়ে দুটি ভালোবাসার ইমোজির মধ্যে শিকলের একটি ইমোজি দিয়ে বোঝাতে চেয়েছেন, তাঁদের ভালোবাসার বন্ধনটা কত মজবুত। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

আয়নাতে ওই মুখ দেখবে যখন! মারিয়া শারাপোভা আয়নাতে দেখছেন নিজের মুখছবি: ইনস্টাগ্রাম

পাখিপ্রেমী উসমান খাজা। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছবিটি দিয়ে লিখেছেন, ‘তারা আমাকে পাখি–মানব বলে!’ছবি: ইনস্টাগ্রাম

জীবনের ফিফটি পূর্ণ করেছেন সম্প্রতি। কোনো এক নির্জন গ্রামে স্ত্রী–কন্যার সঙ্গে রান্না করে সেটি একটু অন্যভাবেই উদ্যাপন করলেন শচীন টেন্ডুলকারছবি: ইনস্টাগ্রাম

কোন নিসর্গে হারিয়ে যেতে চাইলেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহনেওয়াজ দাহানিছবি: ইনস্টাগ্রাম

স্ত্রী আর ছেলে বড্ড ভালোবাসেন রুবেল হোসেন। ছবিটি দিয়ে কিছু লেখেননি, হৃদয়ের ইমোজি দিয়ে প্রকাশ করেছেন ভালোবাসাছবি: ইনস্টাগ্রাম

স্ত্রী আনুশকা শর্মাকে কতটা ভালোবাসেন, তা এর আগেও বহুবার বলেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এবার আনুশকার সঙ্গে ছবি দিয়ে দুটি ভালোবাসার ইমোজির মধ্যে শিকলের একটি ইমোজি দিয়ে বোঝাতে চেয়েছেন, তাঁদের ভালোবাসার বন্ধনটা কত মজবুতছবি: ইনস্টাগ্রাম