ভারী অস্ত্র উদ্ধারে সরকারের কোনও ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
7
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের চলমান অভিযানে সরকারের কোনো ব্যর্থতা নেই।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এক ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান থাকার কথা নিশ্চিত করেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ভূমিকার পক্ষে দৃঢ় অবস্থান নেন। এর পাশাপাশি, পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন যে আইনটি মূলত জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার উদ্দেশ্যেই প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, এই নতুন আইন সম্পর্কে বাহিনীগুলোর যদি কোনো আপত্তি থাকে, তবে তারা তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে পারে।

তবে, অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বিষয়টি সতর্কতার সঙ্গে এড়িয়ে যান।

দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশব্যাপী ৫৫ হাজার ভলান্টিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি আরও উল্লেখ করেন যে সরকার এসব ভলান্টিয়ারদের জন্য অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা দেওয়া যায় কি না, সেই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এই সম্মাননা অনুষ্ঠানে কাজে বিশেষ অবদান রাখার জন্য ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.