ভারতের স্বপ্ন ভেঙে অলিম্পিকে স্বর্ণ জিতলো পাকিস্তান

0
53
অলিম্পিকে স্বর্ণ জিতলো পাকিস্তান

ভারতের নীরাজ চোপড়াকে হারিয়ে প্যারিস অলিম্পিকের পুরুষ বিভাগে জ্যাভলিন থ্রোতে (বর্শা নিক্ষেপ) স্বর্ণ পদক জিতে রেকর্ড গড়লেন পাকিস্তানের আরশাদ নামিদ। এ পদক জয়ের ফলে দীর্ঘ ৪ দশক পর অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বাদ পেল পাকিস্তান। তবে এটি পাকিস্তানের একক কোন খেলোয়াড় হিসেবে প্রথম স্বর্ণ জয়ের রেকর্ড। এর আগে সবগুলো স্বর্ণপদকই ছিলো দলগত হকি খেলায়।

এছাড়া দীর্ঘ ৩২ বছর পর অলিম্পিকের পদকও এলো পাকিস্তানের ঘরে। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ১৯৯২ সালে সর্বশেষ পদক জিতেছিলো পাকিস্তান।

জ্যাভিলিন থ্রো ইভেন্টে ফাইনাল থ্রোতে নীরাজ চোপড়াকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন নাদিম। রেকর্ড ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। এর আগের অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন নীরাজ।

এদিকে স্বর্ণ জয়ের সাথে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন নাদিম। ২০০৮ সালে বেইজিং আসরে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটার দূরত্বের রেকর্ড ভাঙেন পাকিস্তানি এই অ্যাথলেট।

ফাইনাল থ্রোতে ৮৯.৪৫ মিটার দূরত্বে ছুড়ে রৌপ্য পদক জিতেছেন নীরাজ। অপরদিকে ৮৮.৫৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ পদক জিতেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার।

নিজের ব্যক্তিগত ইভেন্টে দেশের হয়ে তৃতীয় অ্যাথলেট হিসেবে পদক জিতলেন টোকিওতে পঞ্চম হওয়া নাদিম। এর আগে বক্সিং ও রেসলিংয়ে পদক জিতেছিলো পাকিস্তানের অ্যাথলেটরা। সবগুলো ছিলো ব্রোঞ্জ পদক।

উল্লেখ্য, খেলার মাঠে ক্রিকেটের বাইরে ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই দেখলো এবারের অলিম্পিক। অলিম্পিকে এর আগে ৩টি স্বর্ণ ও সমানসংখ্যক রোপ্য পদক জেতার পাশাপাশি ৪টি ব্রোঞ্জ জিতেছিলো পাকিস্তান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.