নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (২২ আগস্ট) চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ভারত। বাংলাদেশ পাল্টা আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণ দেয়ালের সামনে পরাস্ত হয়।
ম্যাচের ১০ মিনিটের মাথায় গোলরক্ষক ইয়ারজান গোলকিক নেয়ার সময় পা পেনাল্টি বক্সের বাইরে চলে এলে শুরু হয় বিতর্ক। খেলোয়াড় ও কোচদের বিবাদ থামাতে গেলে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান। ৩ মিনিট পরে ভারতকে এগিয়ে দেন পার্ল ফার্নান্দেস।
বিরতির পর দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ায় ভারতের বোনিফিলিয়া শুল্লাই। আর কোনো গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২৪ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।