ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে: শাহবাজ শরিফ

0
16
শাহবাজ শরিফ
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভাষণে তিনি ভারতের আগ্রাসনসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন।
 
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ২১ মিনিট ভাষণ দেন তিনি। খবর জিও নিউজের।
 
ভারতের মোদি নেতৃত্বাধীন সরকারের আগ্রাসী মনোভাবের কথা তুলে ধরে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে।’
 
পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা বিশ্বব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’
 
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ, ইউক্রেনে একটি বিপজ্জনক সংঘাত, আফ্রিকা ও এশিয়াজুড়ে ধ্বংসাত্মক সংঘাত, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, সন্ত্রাসবাদ, দারিদ্রতা, ঋণের বোঝা ও জলবায়ুর পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন শাহবাজ শরিফ।
 
এ সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে গাজার পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘সেখানেও মানুষ স্বাধীনতা ও অধিকারের জন্য সংগ্রাম করছে।’
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির পিতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৭ সালে জাতিসংঘের সনদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন ও বিশ্বের শান্তি-সমৃদ্ধিতে অবদান রাখার কথা বলেছিলেন। পাকিস্তান এই অঙ্গীকারের সঙ্গেই আছে।’
 
তিনি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিতীয়বারের মতো ভাষণ দিতে পারা আমার জন্য সম্মানের। পাকিস্তান সব সময়ই জাতিসংঘের সাধারণ পরিষদের স্বক্রিয় সদস্য।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.