ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেয়াল ধসে ৮ প্রাণহানি

0
16
ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেয়াল ধস

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের দেয়াল ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। রাজ্যের বিশাখাপত্নমের সিংহচলম মন্দিরের একটি দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও বেশকয়েকজন।

কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে চন্দন-উৎসব চলাকালীন ২০ ফুট দীর্ঘ দেয়ালটি ধসে পড়ে। ধারণা করা হচ্ছে, মানুষের চাপেই ভেঙে পড়েছে দেয়ালটি। ২০ দিন আগেই দেয়ালটি তৈরি করা হয়েছিলো।

দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

জানা গেছে, এই উৎসবে দেবতার দর্শনের জন্য দর্শনার্থীরা ৩০০ রুপি মূল্যের টিকিট কিনে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ এ ধরনের দুর্ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.