ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নয়বার ভূমিকম্প অনুভূত হয়েছে। মুহুর্মুহু এই কম্পনের ফলে রাজকোটজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মাঝরাতেই মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। অনেক এলাকায় প্রশাসনিকভাবে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। বারবার ভূকম্পন হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর আনন্দবাজারের।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার(৮ জানুয়ারি) রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। এরপর দফায় দফায় চলতে থাকে কাঁপুনি, যা শেষ হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। ৯টি কম্পনের মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং সর্বনিম্ন ২ দশমিক ৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল কচ্ছ অঞ্চলের উপলেটা থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। আগে কখনো এত কম সময়ে এতবার ভূমিকম্পের অভিজ্ঞতা না থাকায় বাসিন্দাদের মধ্যে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৪ মাত্রার নিচের কম্পন সাধারণত বিপজ্জনক নয়। তবে রাজকোট কোনো প্রধান ফল্ট লাইন বা চ্যুতিরেখার ওপর না থাকা সত্ত্বেও কেন এতবার কাঁপল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
বিজ্ঞানীরা বলছেন, বর্ষার পর মৃদু কম্পন স্বাভাবিক হলেও অল্প সময়ের ব্যবধানে ৯ বার কাঁপুনি খতিয়ে দেখা প্রয়োজন। বর্তমানে রাজকোটের বাসিন্দারা অজানা আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।














