ভারতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ইনিংস ব্যবধানে জয়

0
132
মুম্বাইকে ইনিংস ব্যবধানে হারানোর পর বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলসৌজন্য ছবি

চোখে ইনিংস জয়ের স্বপ্ন নিয়েই মুম্বাইয়ে তৃতীয় দিনে মাঠে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। তবে সেই স্বপ্নে চোখ রাঙাচ্ছিল ভেজা আউটফিল্ড। শচীন টেন্ডুলকার জিমখানা মাঠে খেলা শুরু হতে হতেই যে বেলা ১টা। শেষ পর্যন্ত অবশ্য আজ চওড়া হাসি নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশের স্কুল ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। স্বাগতিক মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে ইনিংস ও ১৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

জয়ের পর মাঠ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের ক্রিকেটাররা
জয়ের পর মাঠ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের ক্রিকেটাররা, সৌজন্য ছবি

২ উইকেটে ৪ রান নিয়ে দিন শুরু করা মুম্বাইয় দ্বিতীয় ইনিংসে ৩৭.৪ ওভারে অলআউট ৮২ রানে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অফ স্পিনার শেখ ইমতিয়াজ ১৫ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছে ৪ উইকেট। বাঁহাতি স্পিনার সামিউন বশির ২১ রানে নিয়েছে ৩ উইকেট।

এর আগে গতকাল সামিউন বশির ও দেবাশীষ সরকারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিনে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে ১৯০ রানে অলআউট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.