ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

0
44
বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাজ্যের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনে এ ঘটনা ঘটে। একসঙ্গে এত মাওবাদীকে মারতে পারাটা নিরাপত্তা বাহিনীর জন্য বড় সাফল্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।

জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) ও বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) গতকাল দান্তেওয়াড়া সীমান্তে মাওবাদীবিরোধী অভিযান শুরু করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তারা মাওবাদীদের নাগাল পায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকযুদ্ধ অব্যাহত ছিল।

অভিযানে অনেকগুলো অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একে সিরিজের রাইফেলও রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিপুলসংখ্যক মাওবাদীর উপস্থিতির খবর পেয়ে ওরচা ও বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর ও থুলথুলি গ্রামে গতকাল যৌথ অভিযানের জন্য আলাদা আলাদা দল পাঠানো হয়। এসব গ্রামে তারা যৌথ অভিযান শুরু করে।

আজ দুপুরের দিকে নেন্দুর ও থুলথুলি গ্রামের বনে বন্দুকযুদ্ধ শুরু হয়। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিরাপত্তার বাহিনীর সদ্যরা বাকি মাওবাদীদের অনুসরণ করছেন। তাঁরা বনের গভীরে সরে গেছেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.