ভারতে পালানোর সময় গ্রেফতার আওয়ামী লীগ নেতা

0
50
গ্রেফতার আওয়ামী লীগ নেতা

সীমান্ত পার হয়ে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে ধরা পড়েছেন এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় আরও এক ব্যক্তিকে আটক করে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

জানা যায়, ওই আওয়ামী লীগ নেতা কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার নাম মো. টিপু সুলতান ওরফে ‘টাইগার টিপু’। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে। তার সাথে থাকা আরেক ব্যক্তি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মানরা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. মারজানুর রহমান (৪৮)।

টাইগার টিপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গোলাগুলিসহ বিভিন্ন হামলা ও নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া আগে থেকেই তিনি নগরীর ঠাকুরপাড়াসহ আশপাশের এলাকায় স্থানীয়দের অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্কিত করে রাখতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জন ব্যাক্তি ভারতে পালানোর উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবির একটি দল সীমান্ত পিলার ২০৭৮-এম থেকে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাকা সড়ক এলাকায় তাদের মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় পাঠানো হয় বলেও জানায় বিজিবি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.