ভারতে প্রবেশের পর বাংলাদেশি ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভুয়া এন্ট্রি দেখিয়ে গ্রেপ্তার হয়েছেন জুবায়ের হোসেন নামে এক ছাত্রলীগ নেতা। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুবায়েরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জুবায়ের হোসেন বাগেরহাট জেলার শরণখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। একইসঙ্গে তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের স্বামী।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, জুবায়ের হোসেন গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবেই বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কিন্তু সেখানে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জাল করে ভুয়া গমন দেখান।
বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এরপর তাকে দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তারা। এ ঘটনায় দর্শনা ইমিগ্রেশনের এসআই তুহিন হোসেন বাদী হয়ে জুবায়ের হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।