ভারত মহাসাগরে ইসরায়েলের একটি মালবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল। ভারত মহাসাগরের উত্তরে মাকরান সাগরে হামলার শিকার হওয়ার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। গাজায় যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার
তবে এ হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে জাহাজে ড্রোন হামলার ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করছে ইসরায়েল। যে কারণে দুই দিন পর খবরটি প্রকাশ পেল।
এর আগে লোহিত সাগর থেকে ইসরায়েলের একটি জাহাজকে আটক করে ইয়েমেনের সামরিক বাহিনী। ওই জাহাজটি আটকের খবরেও গড়িমসি করে ইসরায়েল।