ভারত থেকে আনা প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ১৫ টাকা

আইইইএফএ'র প্রতিবেদন

0
191
বিদ্যুত

ভারতের ঝাড়খন্ডে নির্মিত গড্ডা কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। আদানি গ্রুপের এই বিদ্যুৎকেন্দ্র থেকে আনা প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ১৫ টাকা৷

ইনস্টিটিউট অফ এনার্জি অ্যান্ড ইকোনমিক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ৷

প্রতিবেদনে জানানো হয়, আদানি গ্রুপ গড্ডা কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে অস্ট্রেলিয়ার কারমাইকেল খনি থেকে আনা কয়লা ব্যবহার করবে ৷ কয়লার দাম ও পরিবহন খরচ বেশি হওয়ায় আদানির বিদ্যুৎতের দাম বেশি হবে ৷

এদিকে উচ্চমূল্যে আমদানি করা কয়লা দিয়ে উৎপাদিত পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে ৮-৯ টাকা।

আইইইএফএ-এর প্রতিবেদনের লেখক সাইমন নিকোলাস বলেছেন, কারমাইকেল থেকে গড্ডা কেন্দ্রের কয়লা আমদানি করা হবে। এরপর বন্দর থেকে গড্ডা বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত ৭০০ কিলোমিটার রেলপথে এই কয়লা নেওয়া হবে। এর পুরো খরচ বহন করবে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়, আদানির ব্যয়বহুল বিদ্যুৎ বাংলাদেশের বিদ্যুৎখাতেন চলমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির লোকসান আরও বৃদ্ধি পাবে ৷

সংকট মোকাবেলায় বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানি আমদানি সীমিত করে নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আইইইএফএ’র প্রতিবেদনে ৷

জ্বালানি সংকটের কারণে আসন্ন সেচ ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কায় রয়েছে বিদ্যুৎ বিভাগ। এ সমস্যা সমাধানে কয়লাচালিত ভারতের আদানি গ্রুপের গড্ডা কেন্দ্র ও বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রর ওপর ভরসা করছে সরকার ৷

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চলতি মাসে রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হতে পারে। অন্যদিকে আগামী বছরের মার্চে আদানি গ্রুপ থেকে বিদ্যৎ আমদানি শুরু হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.