আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দল বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। আমরা বলেছি, ভয়ভীতি আছে, তারপরও ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।’
আজ মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই সদস্য বিশিষ্ট ইইউ দলে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্ন। আর আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক শেষে ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচন পণ্ডে বিএনপি সহিংসতা করছে বলে ইইউকে বলা হয়েছে। আমরা বলেছি, বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনের জবাব দিচ্ছে সহিংসতা করে।’
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় বহিষ্কারের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় যে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পারে। এখানে দোষের কিছু নেই। সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। কাউকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার অধিকার জেলা, উপজেলা কমিটির নেই। তারা শুধু কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারে।