আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে ফুটবলের নতুন মৌসুম। তার আগেই গত মৌসুমের ব্যালন ডি’অরের মনোনয়ন প্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।
যেখানে জায়গা পেয়েছেন ৩০ জন তারকা ফুটবলার। এর মধ্যে সর্বোচ্চ ৯ ফুটবলার পিএসজির। কারণ, গত মৌসুমে ফ্রান্সের সব শিরোপাই উঠেছে পিএসজির ক্যাবিনেটে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রানার্সআপ হয়েছে ক্লাবটি।
এমন অসাধারণ অর্জনের পেছনে উসমান দেম্বেলে-জিয়ানলুইজি দোনারুমারা ছড়িয়েছেন আলো। ২০২৫ ব্যালন ডি’অর মনোয়নের তালিকায় তাই ফরাসি জায়ান্টদের দাপট দেখা গেছে।
এবার মোট ১০টি বিভাগে দেওয়া হবে অ্যাওয়ার্ড, যার মধ্যে সবচেয়ে আলোচিত পুরুষদের ব্যালন ডি’অর।