গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় ট্রাকচাপায় মো. নয়ন মিয়া (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। মো. নয়ন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার বৈশারপাড় গ্রামের মো. কামাল খানের ছেলে।
নিহত ব্যক্তির ভগ্নিপতি মুক্তার হোসেন বলেন, গত মঙ্গলবার নয়ন মিয়া তাঁর বাড়িতে বেড়াতে আসেন। আজ বৃহস্পতিবার বেড়ানো শেষে বাড়ি যাওয়ার জন্য রওনা করেন তিনি। তাঁর সঙ্গে মুক্তার হোসেন নিজেও রওনা করেছিলেন। এমসি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ড্রামট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৬৯৮৬) নয়নকে চাপা দেয়। মাথায় মারাত্মক আঘাত লাগায় মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।