বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

0
167
সড়ক দুর্ঘটনা

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে হাবিবুর রহমান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা শামীম রানা (১৬) নামের অন্য এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লিচুতলা এলাকায় মীরগড়-ফকিরের হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিমপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আহত শামীম রানা একই এলাকার রবিউল ইসলামের ছেলে। তারা দুজনই পঞ্চগড় সদর উপজেলার মীরগড় ময়নউদ্দীন উচ্চবিদ্যালয়ের ছাত্র। তারা পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

পুলিশ, স্থানীয় লোকজন ও নিহত ছাত্রের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা ১১টার দিকে হাবিবুর রহমান তার প্রতিবেশী সহপাঠী শামীম রানাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময় মীরগড়-ফকিরের হাট সড়কের লিচুতলা এলাকায় সামনের দিকে থেকে হেঁটে আসা এক পথচারীকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে দুজনই মোটরসাইকেলসহ ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত শামীম রানা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত হাবিবুর রহমানের বাবা জয়নাল আবেদীন বলেন, ‘সকালে হাবিবুরের সঙ্গে নাস্তা খেয়েছি। পরীক্ষা দিতে যাওয়ার জন্য রিকশাভাড়ার টাকা দিয়ে আমি কাজে চলে গেছি। পরে ওর ভাইয়ের (মেজ ছেলে) কাছ থেকে কখন যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে আমরা কেউ বলতে পারি না। পরে শুনি, হাবিবুরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে এসে দেখি আমার বাপটা আর নাই।’

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা আজ দুপুরে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত পরীক্ষার্থীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.