বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবুল হাসেমকে প্রত্যাহার

0
44
অধ্যাপক ড. আবুল হাসেম
অধ্যাপক ড. আবুল হাসেমকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অপসারণ ক‌রে‌ছে সরকার।
 
বুধবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 
‌নি‌র্দেশনায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নম্বর আইন) অনুযায়ী, আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসেমকে বেসিক ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
 
এর আগে, ২০২৩ সা‌লের ১৫ ন‌ভেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পান অধ্যাপক ড. আবুল হাসেম। তারও আগে তিনি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান।
 
ড. আবুল হাসেম ২০১৭ সাল থেকে ২০২৩ সা‌লের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
 
ড. আবুল হাসেম ১৯৭৪ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালের ৩০ জুন তিনি অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.