সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে নেই নাঈমুর রহমান দুর্জয়। এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের জায়গা নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অবশেষে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন দুর্জয়।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পেশাদার ক্রিকেট ছাড়ার পর দীর্ঘসময় নাঈমুর রহমান দুর্জয় সংগঠকের ভূমিকায় ছিলেন। বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পালন করেছেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন এই ক্রিকেটারের।
উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।