বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

0
10
বিসিএস পরীক্ষার্থী

আগামীকাল ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহ শহরের উদ্দেশে একাধিক বাস ছেড়ে যাবে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চায়। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সংগঠনের উদ্যোগে পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। এবারও কয়েকটি সংগঠনের অনুরোধে বাস সার্ভিস চালু করা হয়েছে।

তিনি জানিয়েছেন, বাসগুলো পর্যায়ক্রমে ময়মনসিংহের টাউন হল পরীক্ষাকেন্দ্রের দিকে যাবে। শিক্ষার্থীরা চাইলে পথিমধ্যে নির্ধারিত যেকোনো পয়েন্ট থেকে বাসে উঠতে পারবেন।

তিনি আরও জানান, যেহেতু পরীক্ষার দিন শুক্রবার, তাই জুমার নামাজের সময় বাসগুলো নিকটবর্তী মসজিদে থামবে এবং নামাজ শেষে আবার গন্তব্যে যাত্রা করবে।

বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের মতে, ময়মনসিংহে যাতায়াতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিবহন সেবা পাওয়ায় তারা পরীক্ষা নিয়ে আরও মনোযোগী হতে পারবেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.