বিশ্ববাজারে সোনার দাম আরও বেড়েছে, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

0
8
সোনা

বিশ্ববাজারে সোনার দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদহার কমাতে পারে, এমন আশায় বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ বাড়িয়েছেন। যে কারণে দাম বাড়ছে সোনার।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, স্পট মার্কেটে আজ শুক্রবার সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৭৪ ডলার ১৫ সেন্টে উঠেছে। ১৪ নভেম্বরের পর এটাই সোনার সর্বোচ্চ দর। সাপ্তাহিক হিসাবে দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘সোনার বাজারে মৌলিক মনোভাব খুবই ইতিবাচক রয়ে গেছে… বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ রয়েছে। এ ছাড়া চলমান কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় কার্যক্রমও এ বছর সোনার দামের উত্থানকে ত্বরান্বিত করেছে।’

রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে, সোনা কোনো সুদ না দিলে সাধারণত নিম্ন সুদের সময় ভালো করে থাকে দামি এই ধাতু। এখন ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বরে নীতি সুদহার কমানোর সম্ভাবনা ৮৫ শতাংশ, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ শতাংশ।

বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। গত অক্টোবরে সোনার দর ২ লাখ ১৭ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ দর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.