বিশ্ববাজারে কমে চলেছে সয়াবিনের দাম

0
90
সয়াবিন তেল

বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম আরেক দফা কমে গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভোজ্যতেল তৈরির মূল উপকরণটির মূল্য গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে আরও নেমে যাবে সয়াবিনের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সয়াবিনের এই দরপতনের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে এই মূহুর্তে সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তার উপর রপ্তানি আরও বাড়িয়েছে বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ ব্রাজিল। কারণ, দেশটিতে এবার রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। ফলে চাপে পড়েছে পণ্যটির বৈশ্বিক বাজার।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেল (৩৫.২৪ লিটার) তেলের দাম স্থির হয়েছে ১১ ডলার ৪০ সেন্টে।

বিশ্বখ্যাত কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান এপিসোড থ্রি’র বিশ্লেষক এন্ড্রৃ হোয়াইট ল’ বলেন, দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ (ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে প্রভৃতি) থেকে বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্যটির বৈশ্বিক মূল্য হ্রাস পাচ্ছে। আমরা আশা করছি, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।

চলতি মৌসুমে ব্রাজিলে সর্বমোট ১৫৯ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন উৎপাদন হতে পারে। যা গত বছরের রেকর্ডের কাছাকাছি। প্রতিবেশী আর্জেন্টিনাতেও এই তেলবীজের বাম্পার ফলনের প্রত্যাশা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.