বিশ্ববাজারে কমলো সোনার দাম, জানা গেল কারণ

0
12
সোনা, ফাইল ছবি রয়টার্স

বিশ্ববাজারে বড় ধাক্কা খেয়েছে সোনার দাম। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্যঘোষণা ও শুক্রবার (২ মে) প্রকাশিতব্য চাকরির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সোনার বাজারে চাপ পড়েছে। খবর এফএক্সস্ট্রিট

এশিয়ার বাজারে শুক্রবার (২ মে) সকালে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ২৩৫ ডলারে নেমে আসে। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও এশিয়ার কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। যার ফলে ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। যে কারণে নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ কমেছে।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে অগ্রসর হচ্ছে তার প্রশাসন। এ ছাড়া চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনার আলোচনা শুরু হয়েছে বলেও খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব খবরে বাজারে স্বস্তির হাওয়া বইলেও, তার ছাপ পড়েছে সোনার দামে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘বাজার এখন মনে করছে বাণিজ্য উত্তেজনা কমছে। সেই সঙ্গে ফেডের নীতিনির্ধারণ নিয়ে উদ্বেগ কমেছে, যার ফলে নিরাপদ সম্পদের চাহিদাও কমে গেছে।’

বিশ্লেষকেরা বলেন, চাকরির খবরে দুর্বলতা ধরা পড়লে ডলারের দাম কমতে পারে। এতে আবার সোনার দাম বাড়তে পারে।

বুধবার প্রকাশিত মার্কিন জিডিপি প্রত্যাশার চেয়ে দুর্বল এসেছে, যা ফেডের নীতিতে হার কমানোর সম্ভাবনা তৈরি করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এপ্রিল মাসের চাকরির (এসএফপি) প্রতিবেদনের ওপর। বিশ্লেষকদের মতে, যদি ওই প্রতিবেদন দুর্বল আসে, তবে মার্কিন ডলারের দাম কমবে এবং স্বর্ণের দাম আবারও ঘুরে দাঁড়াতে পারে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.