বিশ্বকাপের সূচি কবে, জানাল বিসিসিআই

0
194
বিশ্বকাপ

আহমেদাবাদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা বিশেষ সাধারণ সভায় বসেছিলেন। শনিবারের ওই সভায় অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ, এশিয়া কাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং আফগানিস্তানের বিপক্ষে ভারতের সাদা বলের সিরিজ নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বিশ্বকাপের সূচি এবং ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। আইপিএল শেষ হওয়ার পরপরই ওই কমিটি ঘোষণা করা হবে। বিসিসিআই জানিয়েছে যে, ওভালে ৭-১১ জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালে বিশ্বকাপের ভেন্যু জানিয়ে দেওয়া হবে।

বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ বলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালে একটি মিডিয়া ইভেন্টের মাধ্যমে বিশ্বকাপের সূচিও ঘোষণা করা হবে। এছাড়া এশিয়া কাপের বিষয়ে রোববার এসিসির সদস্যরা সভায় বসে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে সংবাদ মাধ্যম জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হতে পারে। ১১টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনাল অনুষ্ঠিত হবে এক লাখের বেশি দর্শকধারণক্ষম আহমেদাবের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.