বিশ্বকাপে নিজেদের সেরাটা দেখাতে চায় জ্যোতিরা

0
232
বিশ্বকাপ আইসিসি

ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরটি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। এই উপলক্ষ্যে শনিবার কেপটটাউনে ১০ দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত হল ক্যাপ্টেন্স ডে। যেখানে বাংলাদেশের সেরাটা দেখিয়ে বিশ্বকাপে ভালো কিছু করতে চান নিগার সুলতানা জ্যোতি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেও খেলেছে বাংলাদেশ। তবে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই টাইগ্রেসদের। ২০১৪ সালে দুই জয়ের পর পরবর্তীতে ২০১৬, ২০১৮ ও ২০২০ বিশ্বকাপের কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ দল।

ক্যাপ্টেন্স ডে’তে বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন অতীতের সব ব্যর্থতা ভুলে এবারের বিশ্বকাপে ভালো কিছু করাই থাকবে তাদের প্রধান লক্ষ্য। জ্যোতি বলেন, ‘এখানে এসে আমরা খুব আনন্দিত, বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ ব্যাপার। আমরা অনেকেই অনেক বছর ধরে খেলছি, তবে এটা আমাদের মাত্র পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালের পর আমরা কখনো জিততে পারিনি, কিন্তু এবার নিজেদের সেরাটা দিয়েই লড়ব।’

বিশ্বকাপকে জ্যোতি দেখছেন নিজেদের সামর্থ্য আর প্রতিভা দেখানোর সুযোগ হিসেবে। অধিনায়কের ভাষ্য, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে আমাদের খেলার সুযোগ খুব একটা হয় না। ফলে আমরা সেভাবে প্রস্তুতিও নিতে পারি না। এ ধরনের টুর্নামেন্টে আমরা সেই সুযোগ পাই। এটা আমাদের জন্য সুযোগ নিজেদের সামর্থ্য আর প্রতিভা দেখানোর। আমরা কিছুদিন আগে নিউজিল্যান্ড সফর করেছি। যদিও সেখানে জিততে পারেনি, তবে অনেক কিছু শিখেছি। আমাদের দলটা গত দুই মাসে অনেক পরিশ্রম করেছে। আমরা এখন বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আছি।’

ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলে মূল মিশন শুরু করবে বাংলাদেশ। আগামী ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ার্ম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অফিসিয়াল শেষ ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাঘিনীরা। কেপটাউনে ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.