বিশ্বকাপ জিততেই কাতারে এসেছি

0
219
ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, ছবি: রয়টার্স

শুধু গোল করাই নয়, সতীর্থদের গোলে অবদানও রাখছেন এমবাপ্পে। পোল্যান্ডের বিপক্ষে ফ্রান্সকে এগিয়ে দেওয়া অলিভিয়ের জিরুর গোলটি হয়েছে তাঁরই রক্ষণচেরা দুর্দান্ত এক পাস থেকে। ছন্দময় এই পারফরম্যান্সের পর নীরবতা ভেঙেছেন এমবাপ্পে। পোল্যান্ডের বিপক্ষে জয়ের পর ঘোষণার সুরে বলেছেন, বিশ্বকাপ জিততেই কাতারে এসেছেন তিনি!

নিজের বিশ্বকাপ-স্বপ্ন নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘এই বিশ্বকাপটা আমার ধ্যানজ্ঞান। আমি এটাতে আবিষ্ট হয়ে আছি।’ এখানেই থামেননি এমবাপ্পে। এরপর যোগ করেছেন, ‘বিশ্বকাপটা জেতার জন্য আমি নিজেকে শারীরিক ও মানসিক দিক থেকে পুরোপুরি প্রস্তুত করেই এখানে এসেছি।’

সবে তো কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। বিশ্বকাপ শিরোপা থেকে এখনো অনেক দূরে তারা। কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনাল, এরপর শিরোপা নির্ধারণী ম্যাচ। এই তিন ধাপের প্রথমটিতে আগামী শনিবার ফ্রান্সের প্রতিপক্ষ শিরোপাপ্রত্যাশী আরেক দল ইংল্যান্ড। এই ম্যাচকে সামনে রেখে এমন ঘোষণা দিলেন এমবাপ্পে!

এমবাপ্পেও জানেন, পথ এখনো অনেকটাই বাকি। কিন্তু ধাপগুলো পেরিয়ে স্বপ্নকে আলিঙ্গন করতে পারবেন বলে আত্মবিশ্বাসী এমবাপ্পে, ‘আমি আবার বিশ্বকাপ জয়ের জন্য এখানে এসেছি। এই লক্ষ্যে আমি অবিচল। যদিও আমরা আমাদের বিশ্বকাপ জয়ের লক্ষ্য থেকে এখনো অনেক দূরে। প্রথম চ্যালেঞ্জ কোয়ার্টার ফাইনাল। এখন আমরা এটাতেই মনোযোগ দিচ্ছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.