বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড, লিটন-তানজিদের সেঞ্চুরি

0
7
লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম
দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড রানের ইতিহাস গড়েছে এবারের আসরের নতুন দল ঢাকা ক্যাপিটালস।
 
রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ইতিহাসের নতুন করে রেকর্ড গড়তে গিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।
 
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাস আর তানজিদ তামিম মিলে ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড জন্ম দিয়েছেন। দূর্বার রাজশাহীর বোলারদের বেদড়ক পিটিয়ে প্রায় পুরোটা ইনিংস খেলে দেন তারা দুজন। এই দু’জনের জোড়া সেঞ্চুরিতে ওপেনিং জুটিতে ওঠে ২৪১ রান।
 
এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়া লিটন দাস লিটন দাস মাত্র ৪৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএল ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েছেন। তিনি ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। ১০টি চার ও ৯টি ছয়খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।
 
লিটনের সঙ্গে তানজিদ হাসান তামিমও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন। তামিম ৬২ বলে সেঞ্চুরি করেন, ইনিংসের মাত্র ৩ বল বাকি থাকতে ৬৪ বলে ১০৮ রানে আউট হন। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।
 
বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। তাদের জুটিতে ঢাকা ক্যাপিটালস ২০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে। বিপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের সংগ্রহের রেকর্ড।
 
এর আগে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ছিল রংপুর রাইডার্সের দখলে। ২০১৯ আসরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছেলি রংপুর। যা এতোদিন বিপিএলে সর্বোচ্চ সংগ্রহ ছিল। আর বিপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক পাকিস্তানের আহমেদ শেহজাদ। ২০১২ সালে রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। তার পরেই জায়গা করে নিলেন আজ লিটন। দ্বিতীয় অবস্থানে অবশ্য লিটনের সঙ্গেই আছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ২০১২ সালের আসরে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.