চলমান বিপিএলে খুলনা টাইগার্সকে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে তুলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় সেমিফাইনালে চিটাগংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে খুলনা। দল ফাইনালে না উঠলেও এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছে মিরাজ।
এবারের বিপিএলে ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান করেছেন এই টাইগার অলরাউন্ডার। এ ছাড়াও বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট।
এদিকে এবারের আসরে ব্যাট হাতে সেরা হয়েছেন মোহাম্মদ নাঈম ও বোলিংয়ে তাসকিন আহমেদ। দ্বিতীয় সেমিফাইনালে চিটাগংয়ের কাছে হেরে বাদ পড়ে নাঈমের দল খুলনা টাইগার্স। তবে রানে তালিকায় সবার শীর্ষে রয়েছেন নাঈম। এই আসরে সবগুলো ম্যাচেই সুযোগ পেয়েছেন তিনি। ৪২ গড়, ১টি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ১৪ ম্যাচে ৫১১ রান করে সবার ওপরে রয়েছেন তিনি।
১২ ম্যাচে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানের রয়েছে গ্রুপ পর্বে বাদ পড়া ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম।
তৃতীয় স্থানে রয়েছেন ১৪ ম্যাচে ৪৩১ রান করা গ্রাহাম ক্লার্ক। আর চারে রয়েছেন ১৪ ম্যাচে ৪১৩ রান করে তামিম ইকবাল। পাঁচে রয়েছে রাজশাহী এনামুল হক বিজয়। ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরিও রয়েছে তার।
এদিকে সর্ব্বোচ উইকেট শিকারি পুরস্কার যে তাসকিন তা আগে থেকে নিশ্চিত ছিল। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করে বার শীর্ষে রয়েছেন এই টাইগার পেসার।
১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আকিভ জাভেদ। সমান ম্যাচ খেলে তিনে রয়েছেন ফাহিম আশরাফ। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে চারে রয়েছেন খালেদ আহমেদ। পাঁচে থাকা খুশদিল শাহর উইকেট ১৭টি।