সাম্প্রদায়িক অপশক্তি এখনও বাংলাদেশকে নখের আঘাতে জর্জরিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আসন্ন সিটি নির্বাচনেও দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ বরাবরের মতোই অবস্থান নেবে। সময় এলে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংশয়ের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি নতুন এসেছেন। আমরা মনে করি, রাষ্ট্রপতি পরিবর্তন যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে হয়েছে, এটা দেশের বিরল ঘটনা। নতুন রাষ্ট্রপতি মনেপ্রাণে খাঁটি বাঙালি ও বিচক্ষণ ব্যক্তি। তিনি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।’
শেরেবাংলা একে ফজলুল হকের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শেরেবাংলাকে মনে পড়লে তাঁর অবদানের কথা মনে পড়ে। তিনি কিছু কথা বলে গেছেন, যেটি আমরা স্মরণ করতে পারি। অসাম্প্রদায়িক, জাতীয়তাবাদী ও মানবতাবাদী চেতনায় তিনি কাজ করে গেছেন।