বিদ্যুৎ কর্মী হতাহতের ঘটনায় ডিপিডিসির দুই কর্মকর্তা বরখাস্ত

0
28
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) দপ্তরের আওতাধীন ১১ কেভি ওয়াসা বহির্গামী ফিডারে রেনোভেশন কাজ বাস্তবায়নকালীন সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ লাইনকর্মী (ফোরম্যান) মো. নবীর হোসেন নিহত হন। এ সময় মাসুম মিয়া ও রবিউল ইসলাম গুরুতরভাবে আহত হন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
শুক্রবার (২৫ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
 
এর আগে, ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিউ. এম. শফিকুল ইসলামের নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
 
দায়িত্বে অবহেলার দায়ে এনওসিএস মানিকনগর ডিপিডিসি দপ্তরের মো. সেলিম সিরাজ, সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ও মো. আলী আজম খান, অফিস সহকারীকে ডিপিডিসি (কর্মচারী) সার্ভিস রুলস ২০১৭ এর ৭.৬ বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জিএম (এইচ আর) ডিপিডিসি দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
 
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব ও ডিপিডিসির চেয়ারম্যান মো. এহছানুল হক জানান, কমিটির প্রাথমিক তদন্তে ডিপিডিসিতে কর্মরত উল্লিখিত এ দুজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.