ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও বিচার বিভাগ সংস্কার বিল গত সোমবার ইসরায়েলের পার্লামেন্টে পাস হয়। বিলটি পাসের মধ্য দিয়ে বিচার বিভাগের ক্ষমতা সীমিত করা এবং বিচারক নিয়োগে প্রভাব বাড়ানোর পূর্ণ এখতিয়ার পেল দেশটির সরকার। এর প্রতিবাদে মঙ্গলবার দেশটির বেশ কয়েকটি দৈনিক পত্রিকার প্রথম পাতাজুড়ে ছিল শুধু কালো রঙ। আন্দোলনকারী একটি গোষ্ঠী পত্রিকায় বিজ্ঞাপন ছেপে অভিনব এ প্রতিবাদ জানায়। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পত্রিকার পাতায় একেবারে নিচে ছোট ছোট সাদা অক্ষরে লেখা ছিল, ‘ইসরায়েলের গণতন্ত্রের জন্য একটি কালো দিন।’ তবে উপরে লেখা ছিল ‘বিজ্ঞাপন’।
কিছু পাঠক দাবি করেন, লেখাটি খুব ছোট এবং এতটাই অস্পষ্ট যে এটা বিজ্ঞাপন তা বোঝা যাচ্ছিল না।
তবে প্রতিবাদী গোষ্ঠী টুইট করে জানায়, ‘তারা আমাদের ধরে ফেলল। আমরা আমাদের লোগো লুকানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু ২ নম্বর পৃষ্ঠায় ঠিকই তা ছাপা হয়েছে।’
জেরুজালেম পোস্ট জানায়, বিচারব্যবস্থা সংস্কারের আইন পাসের প্রতিবাদে পত্রিকায় কালো প্রথম পাতা ছাপার দায়ভার গ্রহণ করেছে আন্দোলনকারীদের একটি গোষ্ঠী। দেশটির নতুন উদ্যোক্তা, বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগকারী, প্রযুক্তিগত পণ্য উৎপন্নকারী প্রতিষ্ঠানের পরিচালকদের নিয়ে এ গোষ্ঠী গড়ে উঠেছে।
বিশেষ এ বিজ্ঞাপন ইয়েদিও আহারোনোত, ক্যালক্যালিস্ত, ইসরায়েল হায়োম এবং হারেৎজ পত্রিকায় ছাপানো হয়।
উল্লেখ্য, ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও নেসেটে বিতর্কিত বিলটি ৬৪-০ ভোটে পাস হয়। যদিও বিরোধী আইনপ্রণেতারা প্রতিবাদ জানিয়ে নেসেট ত্যাগ করেন।