বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা

0
176
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, মন্ত্রী ও নিহত কর্মকর্তাদের স্বজনেরা। বনানী সামরিক কবরস্থান, ২৫ ফেব্রুয়ারি
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানান বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। বনানী সামরিক কবরস্থান, ২৫ ফেব্রুয়ারি

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানান বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। বনানী সামরিক কবরস্থান, ২৫ ফেব্রুয়ারি

আজ থেকে ১৪ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ হয়। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞের শিকার হন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন। দুই দিনব্যাপী ওই বিদ্রোহে নিষ্ঠুর আচরণ ও পাশবিক নির্যাতনের শিকার হন বিডিআরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনরত অনেক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.