সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের স্ত্রী ইসলামা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বড় মেয়ে রুবাবা রহমান তাঁর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
রুবাবা রহমান বলেন, আজ জোহরের সময় তাঁর মা মারা গেছেন। তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
ইসলামা রহমানের বয়স হয়েছিল আশি ঊর্ধ্ব। তিনি তিন মেয়ে রেখে গেছেন। তাঁরা হলেন রুবাবা রহমান, নুসরাত হাবিব ও রওনাক শিরিন। ২০১৪ সালের ১২ জানুয়ারি বিচারপতি হাবিবুর রহমান মারা যান।
রুবাবা রহমান জানান, আজ সন্ধ্যায় গুলশানের আজাদ মসজিদে ইসলামা রহমানের জানাজা হবে।