বিকল্পরা খেলবেন নিউজিল্যান্ড সিরিজ

0
158

এশিয়া কাপে মোটেই ভালো খেলতে পারছেন না সাকিব আল হাসানরা। চার ম্যাচের তিনটিতেই হার। পাকিস্তান ছাড়াও এশিয়া কাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচেই হেরে গেছে। সুপার ফোরে লঙ্কানদের কাছে হারের পরই প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে ভালো করা না করা নিয়ে। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বোঝাতে চেয়েছেন, দ্বিপক্ষীয় সিরিজ আর টুর্নামেন্ট এক নয়। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার পক্ষে মতামতও দিয়েছেন তিনি। এশিয়া কাপ থেকে ফেরার পর কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করতে চান নির্বাচকরা। তবে সেখানে বিশ্বকাপ ভাবনা নয়, বিকল্পদের ম্যাচ খেলার সুযোগ করে দিতে চান তারা।

এশিয়ান গেমস ও বিশ্বকাপের জন্য আলাদা দুটি দল বানাতে হয়েছে নির্বাচকদের। মোসাদ্দেক হোসেন সৈকতরা খেলবেন এশিয়ান গেমসে। ২৩ সেপ্টেম্বর গেমসে অংশ নিতে চীনের হ্যাংঝুতে পাড়ি দিতে পারেন সাইফ হাসানরা। সে ক্ষেত্রে আফিফ হোসেন, তানজিদ হাসানরা কিউইদের বিপক্ষে খেলতে পারেন। নিয়মিত ওপেনার তামিম ইকবাল ফিরবেন এ সিরিজ দিয়ে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকেও খেলাবে সিরিজটিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলে জাতীয় দলে ফেরার সুযোগ থাকবে, তেমনটা নাও হতে পারে। বিসিবির নির্বাচক প্যানেলের একজন সদস্যের মতে, ‘ওয়ার্ক লোড ম্যানেজ করার জন্য কিছু খেলোয়াড়কে হয়তো বিশ্রাম দিতে হবে। কিন্তু সেটা পরীক্ষা-নিরীক্ষা করা নয়। নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া মানে বিকল্পরা খেলবে। অর্থাৎ জাতীয় দলের পুলে যারা আছে, তারা খেলবে। আসলে অনেকে মনে করছে, নিউজিল্যান্ড সিরিজে ভালো করলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত। কেন এভাবে ভাবছে জানি না। অধিনায়ক সাকিব তো পরিষ্কার করে দিয়েছে, বিশ্বকাপ দলটা কেমন হবে। বর্তমান দলে তো পরিবর্তনের তেমন একটা সুযোগ নেই। তামিম ইকবাল ফিরলে ওপেনিং জুটি সেট হয়ে গেল। মিডল অর্ডার ফাঁকা নেই। সেদিক থেকে আমি পরিবর্তনের সুযোগ দেখি না।’ বাংলাদেশ এশিয়া কাপ খেলছে ১৭ জনের দল নিয়ে। ওপেনিং স্লটে তিনজনকে রাখা হলেও খেলছেন কেবল নাঈম শেখ। এনামুল হক বিজয় দলে থাকলেও একাদশে জায়গা হয়নি। তামিমের ফেরার মধ্য দিয়ে ওপেনিং পজিশন থেকে দু’জনকে বাদ পড়তে হবে। চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত অনেকটাই সুস্থ। স্কোয়াডও ছোট করে ১৫ জনে রাখতে হবে। তাই নির্বাচকরা মনে করেন, আবেগের বশবর্তী হয়ে বিশ্বকাপ দলে খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচক বলেন, ‘বিশ্বকাপ দলে যেমন গণপরিবর্তনের সুযোগ নেই, তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো বিকল্প দলও খেলাতে পারব না। বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হারলে সমালোচনার ঝড় উঠবে। দলের ভেতরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই হোম সিরিজের দলে ভারসাম্য রাখতে হবে।’ ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের সিরিজ। দ্বিপক্ষীয় এ সিরিজটি শেষ হওয়ার পরদিন উভয় দল বিশ্বকাপ খেলতে উড়াল দেবে ভারতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.