বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছেড়ে দিচ্ছেন ওয়ারেন বাফেট

0
8
বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেট। বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, ফাইল ছবি: এএফপি

বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট। চলতি বছরের শেষ দিকে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডারদের সভায় শনিবার এ ঘোষণা দেন। অনেক বিনিয়োগকারী আগেই বিষয়টি আঁচ করেছিলেন, কিন্তু বিশ্বাস করতে পারেননি। তবে সেই ঘোষণাই এসেছে সভায়।

পরিকল্পনা অনুযায়ী বাফেটের পদত্যাগের পর বোর্ডের অনুমোদন সাপেক্ষে বার্কশায়ারের সিইও হিসেবে দায়িত্ব নেবেন গ্রেগ অ্যাবেল। বার্কশায়ারের ভাইস চেয়ার‍ম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২১ সালেই তাঁকে বাফেটের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়।

শনিবারের সভায় বাফেট জানিয়েছেন, তিনি বার্কশায়ারের একটিও শেয়ার বিক্রি করবেন না। তিনি বলেন, তাঁর এই সিদ্ধান্তের কথা কেবল তাঁর সন্তানেরাই জানতেন।

বাফেট বলেন, ‘আমি চাই, বছরের শেষে গ্রেগ অ্যাবেল কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নিক।’ তিনি চমকে দেওয়ার জন্য পরিচালকদের সামনে হঠাৎ করে এ ঘোষণা দিতে চেয়েছিলেন বলে উল্লেখ করেন।

এ সময় হাজার হাজার দর্শক দাঁড়িয়ে বাফেটকে সম্মান জানান।

৯৪ বছর বয়সী বাফেট এই অনুষ্ঠানে তাঁর উত্তরসূরি প্রসঙ্গে কথা বলবেন, এমনটা প্রত্যাশা ছিল। তিনি ১৯৬৫ সালে বার্কশায়ার প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিএনএন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.