বাইসাইকেল কিকে রোনালদোর অবিশ্বাস্য গোল

0
11
রোনালদোর বাইসাইকেল কিকে গোল করার সেই মুহূর্ত, এএফপি

ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা নৈমিত্তিক কোনো ঘটনা নয়। এই দৃশ্য তাই নিয়মিত দেখাও যায় না। কিছু দিন বিরতি দিয়েই এই গোল করে কেউ কেউ আলোচনায় আসেন। কদিন আগে যেমন নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী।

কিন্তু অন্যদের জন্য বাইসাইকেল গোল বিরল হলেও ৪০ পেরোনো এক ফুটবলারের জন্য এটি মোটেও কঠিন কিছু নয়। সেই ফুটবলারের নাম যে ক্রিস্টিয়ানো রোনালদো সেটি বোধহয় আলাদা করে বললেও হয়।

গতকাল রাতে আরও একবার সবাইকে বিস্মিত করে বাইসাইকেল কিকে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। যে বয়সে ফুটবল ছেড়ে বেশির ভাগ খেলোয়াড় অবসর–যাপন করেন, রোনালদো সেই বয়সে শরীরকে শূন্যে তুলে পিঠ মাটির দিকে রেখে আকস্মিক লাফিয়ে কাচির ফলার মতো পা বাড়িয়ে শট নিয়ে গোল করছেন। অবিশ্বাস্যই বটে!

সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে দেখা গেছে রোনালদোর বাইসাইকেল কিকে গোল করার এই দৃশ্য। ম্যাচের যোগ করা সময়ের খেলা চলছিল তখন। ৩–১ গোলে এগিয়ে থাকা আল নাসরের জয় কেবলই সময়ের ব্যাপার। এমন সময় ম্যাচের ৯৬ মিনিটে আক্রমণে ওঠে আল নাসর। দলীয় আক্রমণে ডান প্রান্তে বক্সের বাইরে বল পান বদলিতে নামা নাওয়াফ বাওশাল।

রোনালদোর গোল উদ্‌যাপন
রোনালদোর গোল উদ্‌যাপনএক্স/আল নাসর

বক্সে থাকা রোনালদোকে উদ্দেশ করে বল বাড়ান তিনি। উল্টো দিকে ফিরে রোনালদো তখন বাইসাইকেল কিকের প্রস্তুতিটা যেন নিয়েই রেখেছিলেন। টাইমিংটাও ছিল দারুণ। চেষ্টা করেও রোনালদোর শট ঠেকাতে পারেননি খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ। গোল করেই সতীর্থদের সঙ্গে রোনালদো ভাসেন উদ্‌যাপনের আনন্দে।

ম্যাচ শেষে এই গোলের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো। তবে ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদেরকেই দিতে বললেন। লিখেছেন, ‘বেস্ট ক্যাপশন উইনস’ অর্থাৎ ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে।’ রোনালদোর ডাকে সাড়া দিয়ে অনেকেই নিজেদের মতো করে ক্যাপশন দিয়েছেন।

একজন লিখেছেন, ‘যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আকাশে ভাসিয়ে দেওয়া বলটির গন্তব্য শুধুই জালের ভেতর।’ অন্য একজনের ক্যাপশন ছিল এমন, ‘সবাইকে আবার মনে করিয়ে দিলেন যে এখনো মুকুটটিই তাঁর মাথায় মানায়।’ এমন আরও অনেক ক্যাপশনে ভরে গেছে রোনালদোর পোস্টের মন্তব্যের ঘর।

রোনালদোর বাইসাইকেল কিকে করা গোলের রাতে আল নাসর পেয়েছে সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয়। এই জয়ের পর শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২ নম্বরে থাকা আল হিলালের পয়েন্ট ২৩।

রোনালদোর আল নাসর পরের ম্যাচ খেলবে আগামীকাল রাতে এএফসি কাপে। এই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.