বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী

0
9
হামজা চৌধুরী

অবশেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা থেকে বাংলাদেশের ফুটবলের জন্য এল দারুণ এক সুসংবাদ। বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র মিলেছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রামে ছোট্ট ভিডিওবার্তায় এই সুসংবাদটি দিয়েছেন হামজা নিজেই। এর কয়েক মিনিট পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে খেলানোর ব্যপারে ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

একই সময়ে লেস্টার সিটি তাদের ফেসবুক অ্যাকাউন্টে লাল সবুজ পতাকা হাতে হামজা চৌধুরীর ছবি পোস্ট করে লেখে, আজ হামজা চৌধুরী তার জাতীয় দলের প্রতিনিধিত্বের অধিকার পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্য প্রবাসী হামজা অনেকদিন ধরেই চাইছিলেন বাংলাদেশের হয়ে খেলতে। বাফুফেও তাকে পেতে দীর্ঘদিন ধরে কাজ করছিলো। তবে ইংল্যান্ড যুবদলের হয়ে ম্যাচ খেলার কারনে ফিফার ফুটবল ট্রাইবুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে অনাপত্তি জানাতে সময় নেয়। অবশেষে প্লেয়ার স্ট্যাটাস চেম্বার ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির এই হোল্ডিং মিডফিল্ডারকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়।

এর আগে গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। আগস্টে সেই পাসপোর্ট হাতে পান। এরপরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র মেলে তার।

উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.