বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে কংগ্রেসের সংসদ সদস্যদের বিক্ষোভ

0
8
দিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ। আজ ১৭ ডিসেম্বরছবি: প্রিয়াঙ্কার এক্স হ্যান্ডল থেকে নেওয়া

বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেসদলীয় সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পার্লামেন্ট ভবন চত্বরে এই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়েনাড থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদেরা।

গতকাল সোমবার প্রিয়াঙ্কা পার্লামেন্ট ভবনে ঢুকেছিলেন ফিলিস্তিনের সমর্থন লেখা ঝোলাব্যাগ নিয়ে। আজ তিনি ও কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে, তাতে ইংরেজিতে লেখা ‘স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ’, অর্থাৎ ‘বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি’। হিন্দিতে লেখা ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিষ্টানদের পাশে দাঁড়িয়ে আছি’।

বিক্ষোভ সমাবেশে সুবিচার চেয়ে নানা ধরনের স্লোগানও দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাবদিহি করতে বলা হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কেন নীরব, তা জানতে চাওয়া হয়।

স্পষ্টতই কংগ্রেস দেখাতে চাইছে, তারা যেমন ফিলিস্তিনের অত্যাচারিত জনতার পাশে, তেমনই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশেও আছে। দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি বারবার কংগ্রেসকে দোষারোপ করে। তার মোকাবিলায় কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.